মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪ || ১১ অগ্রাহায়ণ ১৪৩১ || ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জেকেজি’র নমুণা প্রতারনা মামলায় সাক্ষ্য দিলেন কেয়াটেকার

নিজস্ব প্রতিবেদক

১৭:৫২, ২৮ সেপ্টেম্বর ২০২০

আপডেট: ১৮:০৬, ২৮ সেপ্টেম্বর ২০২০

১১৪৭

জেকেজি’র নমুণা প্রতারনা মামলায় সাক্ষ্য দিলেন কেয়াটেকার

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার নামে প্রতারণার আসামি ডা. সাবরিনা ও তার স্বামী আরিফুলসহ মোট নয়জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই মামলায় সাক্ষ্য দিয়েছেন কেয়ারটেকার ইয়াছিন। করোনাভাইরাস শনাক্ত পরীক্ষায় জাল সনদ দেওয়ার অভিযোগের মামলায় জেকেজি হাসপাতালের দুই শীর্ষ কর্মকর্তা ডা. সাবরিনা ও আরিফুল চৌধুরী আটক রয়েছেন।

ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাফুজ্জামান আনছারীর আদালতে মামলার সাক্ষী ইয়াছিন জবানবন্দি দেন। পরে আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করেন।

মামলার অন্য ছয় আসামি হলেন-
- সাঈদ চৌধুরী
- হুমায়ুন কবির 
- তানজীনা পাটোয়ারী (হুমায়ুনের স্ত্রী)
- নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, 
- জেবুন্নেছা রিমা 
- বিপ্লব দাস ও 
- মামুনুর রশীদ।
 (শেষ তিনজন প্রতিষ্ঠানটির ট্রেড লাইন্সেস অনুযায়ী স্বত্বাধিকারী )
বর্তমানে এরা সকলেই কারাগারে রয়েছেন।

আদালত সূত্র জানায়, এদিন জেরা শেষ হয়নি। আগামী ১১ অক্টোবর জেরা ও সাক্ষ্য গ্রহণ করা হবে। মামলাটিতে এ নিয়ে ৫ জনের সাক্ষ্য নেওয়া হলো।

মামলার চার্জশিটে জেকেজি হেলথ কেয়ারের কম্পিউটার থেকে ১ হাজার ৯৮৫টি ভুয়া রিপোর্ট ও ৩৪টি ভুয়া সার্টিফিকেট জব্দের কথা বলা হয়েছে।
এই অপরাধে গত ২৩ জুন জেকেজির সিইও আরিফসহ পাঁচজনকে গ্রেফতার করে তেজগাঁও পুলিশ। পরে তেজগাঁও থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সে মামলার ই সাক্ষ্য নেওয়ার প্রক্রিয়া চলছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত